মানবাধিকার পরিষদ থেকে বরখাস্ত রাশিয়া, ভোট দেয়নি বাংলাদেশ
ঢাকা, ০৮ এপ্রিল – ইউক্রেনে আগ্রাসন চালিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ প্রস্তাব উত্থাপন করা হয় বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
প্রস্তাবের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোসহ মোট ৯৩টি দেশ ভোট দিয়েছে।
চীন, বেলারুশ, কিউবা, ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া, রাশিয়া, ভিয়েতনামসহ ২৪টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।
ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ব্রাজিল, মিশর, ইরাক, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, মালয়েশিয়াসহ ৫৭টি দেশ।
শুধু পক্ষে ও বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোকে গণনায় ধরে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে প্রস্তাবটি পাস হয়েছে।
এর ফলে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত হয়ে গেল।
চলতি বছর ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণের পর এটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে আনা এ সংক্রান্ত তৃতীয় প্রস্তাব।
গত ২ মার্চ জাতিসংঘে ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা বন্ধ ও সেখান থেকে রুশ সেনাদের সরিয়ে নেওয়ার প্রস্তাবেও ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।
তবে ২৪ মার্চ সাধারণ পরিষদে ইউক্রেনের প্রতি মানবিকতা বিবেচনায় আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল বাংলাদেশ।
সূত্র : দ্য ডেইলি স্টার
এন এ/ ০৮ এপ্রিল