নাটক

আইজ্যাক নিউটন মোশাররফ করিম!

ঢাকা, ০৭ এপ্রিল – পর্দায় নানা মাত্রিক চরিত্রে হাজির হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। চরিত্রের প্রয়োজনে নিজেকে নানাভাবে যাচাই করেছেন। এবার আইজ্যাক নিউটন রূপে হাজির হলেন তিনি।

পরিচালক আশরাফুজ্জামান নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’। এটি রচনাও করেছেন এই নির্মাতা। সিরিজটির একটি পোস্টার প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আর তাতে নিউটন রূপে দেখা যায় মোশাররফ করিমকে। গোল ফ্রেমের চশমা পরে আপেল হাতে গবেষণা করছেন তিনি। তার পাশে রয়েছেন অর্চিতা স্পর্শিয়া।

এই সিরিজে মোশাররফ করিমের চরিত্রের নাম আইজ্যাক লিটন। যদিও নিউটনের সূত্র গল্পে প্রয়োগ করেছেন নির্মাতা। সিরিজটির বিষয়ে আশরাফুজ্জামান বলেন, ‘স্রোতের বিপরীতে হাঁটা মানুষের গল্প এটা। মূলত বিনোদনের জন্যই তৈরি করা হচ্ছে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি।’

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে সিরিজটির শুটিং শুরু হয়। এটি বিঞ্জ অ্যাপে মুক্তি পাবে।

এম এস, ০৭ এপ্রিল

Back to top button