ক্রিকেট

দুটি ট্রফিতে সন্তানের চুমু, গর্বে চওড়া তাসকিনের বুক

ঢাকা, ০৭ এপ্রিল – দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগের দিন বিসিবি একাডেমি প্রাঙ্গণে তাসকিন আহমেদ উপস্থিত গণমাধ্যমকর্মীদের থেকে বিদায় নিচ্ছেন। এক পর্যায়ে বললেন, ছেলে তাসফিন আহমেদের জন্য তার এই সফরে কষ্ট হবে। একটু একটু বড় হচ্ছে আর কথা বলে, সেসব স্মৃতি কীভাবে ভুলে থাকবেন সেই গল্প করছিলেন। চোটের কারণে মাঝপথে দেশে ফেরার মুহূর্তে দাদার সঙ্গে ছেলে তাসফিন বাবাকে বরণ করে নিতে হাজির হয় বিমানবন্দরে। বুধবার ছেলেকে পেয়ে আনন্দে দিশেহারা তাসকিন, আদরে বুদ করে রাখলেন সন্তানকে।

একদিন না যেতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাসকিন একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে দুটি ট্রফিতে চুমু খাচ্ছে তাসফিন। এর চেয়ে বড় আনন্দের মুহূর্ত তাসকিনের জন্য আর কী হতে পারে? এই ট্রফিতে যে মিশে আছে তাসকিনের হাড়ভাঙা পরিশ্রমের ফসল। প্রোটিয়াদের মাটিতে ইতিহাস গড়ার নায়ক প্রথমবারের মতো হয়েছেন সিরিজ সেরা। প্রথম বাংলাদেশি হিসেবে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরাও। বাবার সাফল্যের পুরস্কার এই দুই ট্রফিতে অবুঝ তাসফিন চুমু খেয়ে যাচ্ছে। কিন্তু তাসকিন যে কত বড় কীর্তি গড়ে এসেছেন, সেটা বোঝার ক্ষমতা এখনো হয়নি ছোট্ট শিশুটির।

সিরিজ জয়ে নিজের ভূমিকা নিয়ে তাসকিন বলেন, ‘অবশ্যই, এটা অন্যরকম একটা সিরিজ। সবসময় চেয়েছি বড় দলের বিপক্ষে জয়ের পেছনে নিজের ভূমিকা রাখতে। আল্লাহর অশেষ রহমতে এবার পেরেছি এবং জয়ও পেয়েছি। তো সামনে যাতে এরকম আরো বেশি সিরিজ জয় করতে পারি আমরা দলগতভাবে এবং আমার অবদান বেশি থাকে এটাই।’

সেঞ্চুরিয়নে তাসকিনের রূপকথার গল্প এখন সবার মুখে মুখে। এই রূপকথার গল্প রচিত করার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি এই স্পিডস্টারকে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিষিদ্ধ হওয়া, ২০১৯ বিশ্বকাপের দল থেকে বাদ পড়া তাসকিনের ফেরার গল্পটাও অনবদ্য।

আগুনঝরা বোলিংয়ের পেছনে কলকাঠি নেড়েছেন দেশি কোচ মাহবুব আলী জ্যাকি। তাসকিনের জন্য তিনি গড়ে তুলেছেন বিশ্বমানের এক সেটআপ। যেখানে বডিবিল্ডার, মনোবিদ, ট্রেনার হতে শুরু করে যাদের যাদের প্রয়োজন সবাইকেই রেখেছেন। এই সেটআপের ফল আজকের তাসকিন। গতির ঝড় তুলে ধারাবাহিক পারফরম্যান্স, আর এখন সেঞ্চুরিয়ন মহাকাব্যের মহানায়ক।

এর মাঝেই আসে আইপিএলে খেলার আমন্ত্রণ। সিরিজের মাঝে হওয়াতে তাসকিনের মতামত নিয়ে বিসিবি ছাড়পত্র দেয়নি। এবার সরাসরি গণমাধ্যমেও আইপিএল নিয়ে মুখ খুলেছেন তাসকিন।

ডানহাতি স্পিডস্টার বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আইপিএল খেলতে সবারই মন চায়, সবসময়। যেহেতু দেশের খেলা ছিল ওই সময়, তখন কিছু করার ছিল না। দেশের হয়ে খেলার কারণেই তো আইপিএল খেলার সুযোগ হয়েছে। ম্যান অব দ্য সিরিজ, সিরিজ জয় ওটা কভার করে দিয়েছে। এখন যদি একটা টেস্ট জিততে পারি তাহলে সেটা আরো বেশি ভালো হবে।’

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৭ এপ্রিল

Back to top button