গবেষণা

করোনা আক্রান্তের ৬ মাস পর্যন্ত রক্ত জমাটের ঝুঁকি থাকে: গবেষণা

কোভিড সংক্রমণ দেখা দেয়ার ছয় মাস পর্যন্ত শরীরে রক্ত জমাট বাধার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। গবেষণার ভিত্তিতে সুইডেনের গবেষকরা এ দাবি করেছেন।

গবেষণায় দেখা গেছে, যারা গুরুতর কোভিডে আক্রান্ত হয়েছেন এবং করোনার প্রথম ঢেউয়ের সময়ে আক্রান্ত হয়েছিলেন, তাদের রক্ত জমাটবাধার ঝুঁকি সবচেয়ে বেশি।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

করোনার কারণে অনেক সময়ই রক্ত জমাটবাধার ঘটনা ঘটে। বিশেষ করে, কোভিড আক্রান্ত হয়ে যাদের হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তাদের ক্ষেত্রে রক্ত জমাটবাধার ঘটনা বেশি ঘটে।

গবেষকদের মতে, এ কারণে টিকাকরণ গুরুত্বপূর্ণ।

এ নিয়ে গবেষণা চালিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরাও। তারা বলছেন, টিকা গ্রহণ করলে রক্ত জমাট বাধলেও তা বেশ সামান্য আকারে হয়।

১০ লাখের বেশি কোভিড আক্রান্ত মানুষের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে গবেষকরা এসব তথ্য জানতে পেরেছেন।

এম এস, ০৭ এপ্রিল

Back to top button