দক্ষিণ এশিয়া

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

ইসলামাবাদ, ০৭ এপ্রিল – পাকিস্তানের রাজনীতিতে অস্থিরতা রাতারাতি থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংবিধান নিয়ে দেশটিতে যে সংকট সৃষ্টি হয়েছে তার প্রভাব পড়েছে অর্থনীতিতেও। দাম হারাচ্ছে পাকিস্তানি মুদ্রা রূপি। এরমধ্যে বৃহস্পতিবার ডলারের বিপরীতে রূপির দাম কমে নতুন রেকর্ড ছুঁয়েছে। এখন এক ডলারের বিনিময়ে পাওয়া যাচ্ছে ১৮৮ রূপি। ইতিহাসে কখনো রূপির দাম এত কমেনি।

বিশ্লেষকরা বিশ্বাস করেন, পাকিস্তানের রাজনৈতিক অনিশ্চয়তাই দেশটির মুদ্রার দাম কমে যাওয়ার পেছনে রয়েছে। পাকিস্তানের অর্থনীতি ধ্বংসের জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ি করেছেন দেশটির মুসলিম লিগ নওয়াজ পার্টির নেতা শেহবাজ শরিফ।
এক টুইটে তিনি বলেন, ইমরান খান ধ্বংস হওয়া অর্থনীতি রেখে পালিয়ে যাচ্ছেন। এখন সময় সব ভুলকে ঠিক করার।

সূত্র : মানবজমিন
এম এস, ০৭ এপ্রিল

Back to top button