যে কারণে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে লেবানন
বৈরুত, ০৭ এপ্রিল – মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে সোমবার দেউলিয়া ঘোষণা করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সাদেহ আল-শামি।
ওই দিন স্থানীয় চ্যানেল আল-জাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘বাংকে দু লিবান (লেবাননের কেন্দ্রীয় ব্যাংক)_এর সঙ্গে এই রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে গেছে। আর ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা চেষ্টা করব জনগণের ওপর থেকে এ ক্ষতির মাত্রা কমিয়ে আনতে।’
তিনি জানান, যে ক্ষতি হয়েছে তা রাষ্ট্র ও কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য ব্যাংক এবং আমানতকারীরা ভাগাভাগি করে নেবেন।
তিনি বলেন, ‘ক্ষতির এ ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই।’
লেবাননের উপপ্রধানমন্ত্রীর দেশকে দেউলিয়া ঘোষণার মধ্যে দিয়ে যে প্রশ্নটি সামনে এসেছে, আসলেই কী লেবানন দেউলিয়া হয়ে গেছে? নাকি ঋণখেলাপি হয়েছে।
জানা গেছে, শিগগিরই লেবাননের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ দেখছেন না সংশ্লিষ্টরা। লেবাননের অর্থনীতি আমদানি করা জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। কিন্তু বৈদেশিক মুদ্রার অভাবের কারণে বিদেশি জ্বালানি সরবরাহকারীদের অর্থ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এতে আমদানি হ্রাস পেয়ে সংকট আরও গভীর হয়েছে।
সূত্র : যুগান্তর
এম এস, ০৭ এপ্রিল