বলিউড

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে যা বললেন দীপিকা

মুম্বাই, ০৭ এপ্রিল – বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। এ নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন।

আলিয়ার আগে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে দীপিকা পাড়ুকোন বলেন, ‘আমার বিবাহোত্তর সংবর্ধনার পর থেকে দীর্ঘদিন রণবীর কাপুরের সঙ্গে কথাবার্তা হয়নি। কিছু না বলেও আমরা অনেক কথাই বলে ফেলি। এটাই আমাদের সম্পর্কের সৌন্দর্য। আমি রণবীরের কোনো কাজেই আর অবাক হই না।’

ভারতীয় মিডিয়ায় গুঞ্জন— চলতি মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া। ইতোমধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। মা-বাবার মতো চেম্বুরের আরকে হাউজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাইছেন রণবীর।

জানা গেছে, আগামী ১৩-১৪ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। পাঞ্জাবি প্রথায় এই বিয়ের আয়োজন তিন-চার দিন ধরে চলবে। আগামী ১৭ এপ্রিল বিয়ে করবেন রণবীর-আলিয়া। তবে রণবীর-আলিয়া বা তাদের পরিবারের পক্ষ থেকে বিয়ে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এদিকে দীপিকার সঙ্গে রণবীরের প্রেমের সম্পর্ক সফল না হলেও ব্যক্তিগত সম্পর্কে তিক্ততা নেই। ব্রেকআপের পর একসঙ্গে ‘তামাশা’ সিনেমায় অভিনয় করেছেন তারা। বিভিন্ন অনুষ্ঠানে তাদের আলাপচারিতা করতেও দেখা যায়।

এম এস, ০৭ এপ্রিল

Back to top button