জাতীয়

বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে : ফখরুল

ঢাকা, ০৬ এপ্রিল – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, বিএনপি নয়। এই সরকার ক্ষমতায় এলেই মানুষের অধিকার কেড়ে নেয়। গণমাধ্যমের ওপর আক্রমণ করে। সুতরাং এই দানব সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।

বিএনপি মহাসচিব বলেন, আজ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র গিয়ে ধরনা দিচ্ছেন। তিনি বিএনপিকে নির্বাচনে আনতে বলেছেন। আওয়ামী লীগ সবসময় ঢোল পেটায়, দেশে অনেক উন্নয়ন হচ্ছে। অথচ দেশের মানুষ না খেয়ে মরছে। ৬০ ভাগ মানুষ দরিদ্র। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবনতি হয়েছে। সড়কের নিরাপত্তা নেই। দেশে পুরোপুরি লুটের রাজত্ব তৈরি করা হয়েছে। তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ ২০ দলীয় জোটের বিভিন্ন নেতা।

এ ছাড়া এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চারদিকে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে। ভোটারবিহীন সরকার জনগণকে দমনের জন্য হয়রানি, জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেপ্তার ইত্যাদিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে।

সূ্ত্র: সমকাল
এম ইউ/০৬ এপ্রিল ২০২২

Back to top button