গোপালগঞ্জ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ২ যুবকের

গোপালগঞ্জ, ০৫ এপ্রিল – গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক এস.এম রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের মাহবুব মিনার ছেলে মিনহাজ মিনা (১৮) ও একই গ্রামের রকিত মোল্লার ছেলে তানভির মোল্লা (১৯)।

নিহত তানভীর গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি এবং মিনহাজ মিনা মোল্লাহাট এলাকার একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

সহকারী উপ-পরিদর্শক রিপন জানান, মিনহাজ মিনা তার খালাতো ভাই তানভীর মোল্লাকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রাম থেকে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে খুলনাগামী সেতু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মিনহাজের মৃত্যু হয় ও অপর আরোহী তানভীর মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তানভীরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৫ এপ্রিল ২০২২

Back to top button