বিশ্বের প্রায় শতভাগ মানুষ দূষিত বাতাসে শ্বাস নেয়
বিশ্বের ৯৯ শতাংশ মানুষ মারাত্মকভাবে দূষিত বায়ুতে শ্বাস নেয় বলে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সোমবার জানিয়েছে। প্রতি বছর বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যুর পেছনে এই বাতাসের খারাপ মানকে দায়ী করেছে সংস্থাটি।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার নতুন তথ্যে দেখা গেছে, বিশ্বের প্রতিটি কোণ বায়ু দূষণের সঙ্গে মোকাবিলা করছে। তবে দরিদ্র দেশগুলোতে আরও প্রকট।
সংস্থাটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক পরিচালক মারিয়া নেইরা সাংবাদিকদের বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০০ শতাংশ এখন এমন বাতাসে শ্বাস নিচ্ছেন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা মানকে ছাড়িয়ে গেছে।
চার বছর আগের এক প্রতিবেদনে ডাব্লিউএইচও জানিয়েছিল, বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি মানুষ বায়ু দূষণের শিকার। এতে বর্তমানে এই সংখ্যা মাত্রা ছাড়িয়ে গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।
ডাব্লিউএইচও আরও জানায়, বায়ু দূষণের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে। এবং এই ক্ষয়ক্ষতি বায়ু দূষণের নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে বলেই ইঙ্গিত দিচ্ছে।
যদিও গত বছর জাতিসংঘের তথ্যে দেখা গিয়েছিল,করোনা মহামারিতে লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বায়ুর গুণমান অল্প সময়ের জন্য কিছুটা বেড়েছিল। তবে বায়ু দূষণ এখনো একটি বিশাল সমস্যা রয়ে গেছে বলে ডাব্লিউএইচও জানিয়েছে।
এম ইউ/০৪ এপ্রিল ২০২২