নাটক

টিপ পরে প্রতিবাদে বুলিংয়ের শিকার, যা বললেন সাজু খাদেম

ঢাকা, ০৪ এপ্রিল – টিপ পরায় এক নারীকে হেনস্তা করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে কপালে টিপ পরে ফেসবুকে ছবি পোস্ট করেছেন শোবিজ অঙ্গনের অনেকে। তাদের মধ্যে ছোট পর্দার অভিনেতা সাজু খাদেম অন্যতম।

কপালে টিপ লাগানো ছবি পোস্ট করে সাজু খাদেম ক্যাপশনে লেখেন, ‘লাল টিপ, লাল সূর্য।’

আর সেই পোস্টের পর বুলিংয়ের শিকার হচ্ছেন সাজু। বিষয়টিতে মনক্ষুণ্ন হয়ে এ অভিনেতা বললেন, আমাকে গালি দেওয়া হচ্ছে।

সাজুর সেই ছবির তলায় অসংখ্য নেতিবাচক ও তাকে আক্রমণ করে মন্তব্য দেখা গেছে।

কেউ কেউ অভিনেতার মানসিক সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘লিপস্টিক দিতেন, তাইলে না মানুষ অন্য কিছু ভাবত। আপনাকে হিজড়ার মতো লাগছে।’

এ ছাড়া অনেকেই তাকে ‘দালাল’ সম্বোধন করে গালিগালাজ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় এমন নাজেহাল হয়ে সাজু খাদেম বলেন, ‘একজন নারীর সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এজন্য এভাবে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমার প্রতিবাদে মানুষ নানা রকম বাজে শব্দ ব্যবহার করে মন্তব্য করে আমাকে গালি দিচ্ছেন। এ ধরনের নোংরা মানসিকতা যাদের, তাদের কী করা উচিত? তারাও তো ইভ টিজার।’

ক্ষোভ ঝেড়ে এ অভিনেতা বলেন, ‘যে মানুষগুলো এসব নোংরামি করছেন, তাদের আইনের আওতায় আনা উচিত। তারাই মানুষের ফেসবুক স্ট্যাটাসে বুলিং করছেন। তাদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের মামলা হওয়া উচিত।’

এম এস, ০৪ এপ্রিল

Back to top button