রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা চান ম্যাক্রোঁ
প্য়ারিস, ০৪ এপ্রিল – ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনের বুচা শহরের ঘটনায় ম্যাক্রোঁ এ আহ্বান জানান। খবর বিবিসির।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের বুচা শহরে রাশিয়ার সেনারা বেসামরিক নাগরিকদের যেভাবে হত্যা করেছে এ জন্য মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ জরুরি।
ইতোমধ্যে ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।
বুচা শহরের রাস্তায় ২০টি মরদেহ পাওয়ার পর রাশিয়ার বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ করেছে ইউক্রেন।
যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, এটি যুদ্ধ সংক্রান্ত ‘গুজব’।
এ বিষয়ে ইন্টার রেডিওকে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছে এ বিষয়ে ‘খুবই স্পষ্ট সূত্র’ রয়েছে।
আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের তিন হাজার ৪৫৫ বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে এক হাজার ৪০০ জন নিহত আর দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া দেশটি ছেড়ে পালিয়েছেন ৪০ লাখের বেশি মানুষ।
২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছুদিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে। এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে।
সূত্র: সমকাল
এম ইউ/০৪ এপ্রিল ২০২২