দক্ষিণ আমেরিকা
ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে নিহত ১২
কিতো, ০৪ এপ্রিল – ইকুয়েডরের আজুয়া প্রদেশের রাজধানী চুয়েঞ্চার এল তুরি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা বলছে, রোববার এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্টের প্রেস সচিব।
এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দি মারা যায়।
কর্মকর্তারা বলছেন, ইকুয়েডরের কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে ৯ হাজার বেশি বন্দি থাকার ব্যবস্থা করা হয়েছে। এসব কারাগারে মাদক চোরাচালানের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের রাখা হয়। দেশটির কারাগারে এমন সংঘর্ষে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০৪ এপ্রিল