ফুটবল

‘পুতিনকে থামান! ইউক্রেনিয়ান শিশুদের বাঁচান’

ইউক্রেন-রাশিয়া সঙ্কট তৃতীয় মাসে পা রেখেছে। এই দ্বন্দ্ব-সংঘাত নিরসনে আকুল আবেদন জানালেন ইউক্রেন জাতীয় দলের ফুটবলার ওলেকসান্দার জিনচেঙ্কো।

দেশে চলমান রাশিয়ান হামলায় শিশুদের জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানালেন ম্যানসিটি ডিফেন্ডার জিনচেঙ্কো।

গত ফেব্রুয়ারি থেকে শুরু এই যুদ্ধ বিগ্রহ বন্ধের ডাক দিয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘হাই, আমি ওলেক্সান্দার জিনচেঙ্কো। আমি ম্যানসিটি ও ইউক্রেনিয়ান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। আমি শুধু ইউক্রেনিয়ান ফুটবলার নই, ইউক্রেনের নাগরিকও। এখন আমার দেশ রাশিয়ান হামলার বিরুদ্ধে লড়ছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। রাশিয়ান বাহিনী অনেকগুলো শহর ধ্বংস করে দিয়েছে। শান্তিপূর্ণ নাগরিকদের ঘরে বোমা পড়ছে বৃষ্টির মতো।’

জিনচেঙ্কো আরো বলেন, ‘আমি ঝিটোমির অঞ্চলে জন্মেছি ও বড় হয়েছি। ৮ মার্চ আমার শহরের কাছে অবস্থিত মালিনে আক্রমণ চালায় রাশিয়া। একটি হামলায় পাঁচজনের পরিবার নিহত হয়, তাদের মধ্যে একজন শিশুও ছিল। আমারও একটি মেয়ে আছে। তার বয়সী কত বাচ্চা মারা যাচ্ছে, সেটা ভেবে আমি ব্যথিত। এই যুদ্ধে কতজন শিশু এতিম হচ্ছে সেটাও খুবই কষ্টের। এরই মধ্যে ১৪০ জনের বেশি শিশু মারা গেছে। এই হামলা বন্ধ না হলে আরো বাড়তে থাকবে এই সংখ্যা। আমি আপনাদের বলছি দয়া করে মুখ খুলুন, প্রতিদিন শিশু মারা যাচ্ছে, চুপ করে থাকবেন না। আপনাদের সমর্থন দিয়ে আমাদের সহায়তা করুন। পুতিনকে থামান! ইউক্রেনিয়ান শিশুদের বাঁচান।’

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০৩ এপ্রিল

Back to top button