টিপু হত্যা : ওমর ফারুককে আ.লীগ থেকে বহিষ্কার
ঢাকা, ০২ এপ্রিল – রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার ঘটনার ‘অন্যতম পরিকল্পনাকারী’ ওমর ফারুককে মতিঝিল থানার অধীন ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি এই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে টিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওমর ফারুকসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব। চার আসামিই ২০১৩ সালে হত্যার শিকার যুবলীগ নেতা মিল্কী অনুসারী বলে র্যাব জানিয়েছে।
রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, টিপু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাব তাকে (ওমর ফারুক) গ্রেপ্তার করেছে। সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সে কারণে মহানগর আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তার দায়ভার তো মহানগর আওয়ামী লীগ নিতে পারে না। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারায় তাকে বহিষ্কার করা হয়েছে।
সূত্র : আমাদের সময়
এম এস, ০২ এপ্রিল