ক্রিকেট

দ্রাবিড়, টেন্ডুলকারের পর জয়

ডারবান, ০২ এপ্রিল – দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বরাবরই এশিয়ার ব্যাটসম্যানদের জন্য কঠিন। বিরুদ্ধ সেই কন্ডিশনে খুব কম ব্যাটসম্যানই নিজেদের মেলে ধরতে পেরেছেন। ভাবা যায়, এশিয়ার মাত্র ২২ ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি পেয়েছেন!

এই তালিকায় নব সংযোজন বাংলাদেশের মাহমুদুল হাসান জয়। শনিবার বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন জয়। ১৩৭ রানের নজরকাড়া ইনিংস উপহার দিয়েছেন ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার। আর ২টি করে সেঞ্চুরি আছে বিরাট কোহলি, আজহার মাহমুদ ও থিলান সামারাবীরার। বাকি সবার একটি করে সেঞ্চুরি। এলিট এই রেকর্ডবুকে দেশের পতাকা উড়াচ্ছেন বাংলাদেশের তরুণ তুর্কী।

৩২৬ বলে ১৩৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন জয়। এশিয়ার মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনশর বেশি বল খেলার কীর্তি গড়েছেন। রাহুল দ্রাবিড় ১৯৯৭ সালে ১৪৮ রানের ইনিংস খেলার পথে ৩৬২ বল খেলেছিলেন। টেন্ডুলকার ২০১১ সালে ১৪৬ রান করার জন্য খেলেছিলেন ৩১৪ বল।

এছাড়া মাত্র চারজন ব্যাটসম্যান চারশ মিনিটের বেশি সময় ক্রিজে থেকেছেন। জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলছেন ৪৪২ মিনিটে। দ্রাবিড় ১৪৮ রান করেছিলেন ৫৪১ মিনিটে। টেন্ডুলকার ১৪৬ রান করতে ৪৬৫ মিনিট ক্রিজে থেকেছেন। এছাড়া লোকেশ রাহুল ১২৩ রান করেছেন ৪০২ মিনিটে।

এশিয়ার মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন জয়। ১৯৯২ সালে ভারতের প্রবীন আমরো ১০৩ রান করেছিলেন। ২০০১ সালে শেবাগ করেছিলেন ১০৫ রান।

উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পাওয়া বিশেষ কিছু। জয়ের আগে মাত্র পাঁচজন এই কীর্তি গড়েছেন। ওয়াসিম জাফর, দিমুথ করুণারত্নে, লোকেশ রাহুল, সাঈদ আনোয়ার ও তৌফি ওমন ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি পেয়েছেন।

জয়ের এই বীরত্বগাথা রেকর্ডবুকে নিশ্চিতভাবেই আলো ছড়াবে বহুকাল।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০২ এপ্রিল

Back to top button