ঢালিউড

শুটিংয়ের জন্য নাক ফোঁড়ালেন পূজা

ঢাকা, ০২ এপ্রিল – ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি নাক ফোঁড়ালেন। অনেকেই ভেবেছেন, এই বুঝি বিয়ের ফুলটা ফুটলো! কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিলেন নায়িকা। তিনি জানান, বিয়ে নয় নতুন ছবি ‌‘নাকফুল’র জন্য তার এই কাণ্ড।

নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ভক্ত অনুরাগীদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ারও করলেন তিনি। বললেন, ‘প্রথমে ভয় লেগেছিল। এখন তো ভালোই লাগছে। দেখতেও সুন্দর লাগছে।’ শুরুতে বেশ মজা করে বলেন, ‌‘ভুল করে থাকলে সবাই মাফ করে দিও। বেশ ভয়ে আছি, কী হয়!’

পূজা জানান, ‘নাকফুল’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করতে যাচ্ছেন আগামীকাল রবিবার (৩ এপ্রিল) থেকে। এর কাজ শুরু হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। যেহেতু নাকফুল নিয়েই এর গল্প তাই কৃত্রিম কোনও উপায়ে না গিয়ে একেবারের ফুটো করেছেন নাকটা।

জানা যায়, ‘নাকফুল’ নির্মিত হবে রোমান্টিক ট্র্যাজেডি কাহিনি নিয়ে। এখানে দেখানো হবে, চঞ্চল মেয়ে পূজা ও ছন্নছাড়া ছেলে রোশানের প্রেমের গল্প। গল্পের টুইস্ট বাড়াতে বিয়ের দৃশ্যও থাকছে। যেখানে রয়েছে নাকফুল নিয়ে চমৎকার ঘটনা।

ফেরারী ফরহাদের চিত্রনাট্যে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে এটি নির্মাণ করছেন আলোক হাসান।

এম এস, ০২ এপ্রিল

Back to top button