ইউক্রেনের মিকোলেইভে রকেট হামলা, নিহত বেড়ে ৩৩
কিয়েভ, ০২ এপ্রিল – ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির কৃষ্ণসাগর তীরবর্তী শহর মিকোলেইভে রুশ রকেট হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।
এ হামলায় আহত হয়েছেন আরও ৩৪ জন। শনিবার বিবিসি এ খবর জানায়।
গত মঙ্গলবার সকালে ওই শহরের সরকারি ভবনগুলো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী।
ইউক্রেনের উদ্ধারকর্মীরা নিকোলেইভে উদ্ধারকাজ পরিচালনা করছেন। তারা ধ্বংসস্তুপ থেকে মরদেহগুলো বের করে আনার চেষ্টা করছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ।
সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।
রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০২ এপ্রিল