দক্ষিণ এশিয়া

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসায় ইমরান খান

ইসলামাবাদ, ০২ এপ্রিল – পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীর মুখে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রশংসা- বিরল ঘটনাই বলা যায়। তবে সেটাই ঘটেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের ‘স্বাধীন পররাষ্ট্রনীতি’র প্রশংসা করেছেন।

শনিবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।

রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ না করতে যখন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ভারতকে ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে, তখন ভারত সফর করে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ।

দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। সেসব বৈঠকে উঠে এসেছে বাণিজ্যের প্রসঙ্গ।

শুক্রবার এক বক্তব্যে ইমরান খান পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘নাকগলানোর’ কঠোর সমালোচনা করেন। সে সময় তিনি নয়া দিল্লি যে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার দেয়াল টপকে মস্কোর সঙ্গে যেতে চাচ্ছে, তার প্রশংসা করেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, পুতিন বলেছেন, ‘তারা (ভারত) তাদের স্বাধীন পররাষ্ট্রনীতিকে রক্ষা করেছে, যা তাদের দেশের মানুষকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০২ এপ্রিল ২০২২

Back to top button