দক্ষিণ এশিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রাণনাশের হুমকি

নয়াদিল্লী, ০২ এপ্রিল – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। দেশটির এনআইএ’র মুম্বাই শাখাকে এক মেইলের মাধ্যমে মোদিকে হত্যার হুমকি দেয়া হয়।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছেন গোয়েন্দা কর্মকর্তারা।

হুমকি দেয়া মেইলটিতে উল্লেখ করা হয়, আমি দেশজুড়ে ২০ জায়গায় হামলার পরিকল্পনা করেছি। হামলার জন্য ২০ কেজি আরডিএক্স রয়েছে। কয়েক হাজার মানুষকে মেরে ফেলতে পারি আমি। স্লিপার সেলও সক্রিয় রয়েছে।

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে আগন্তুক মেইলে লিখেন, যত তাড়াতাড়ি পারি, মোদিকে মেরে ফেলতে চাই। প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেব। আমার জীবন ধ্বংস করে দিয়েছে সে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই পাঞ্জাবের ফেরোজপুর জেলার উড়ালপুরে প্রায় ২০ মিনিট আটকে ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। তখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিলো। কীভাবে এই ঘটনা ঘটল? এই বিষয়ে তখন পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চেয়েছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এছাড়া এ ঘটনার পরে বাজেটেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ০২ এপ্রিল

Back to top button