জাতীয়
হাসান আরিফের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ০১ এপ্রিল – বিশিষ্ট আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান হাসান আরিফ। দীর্ঘদিন ধরেই এই হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
সূত্র: সমকাল
এম ইউ/০১ এপ্রিল ২০২২