ক্রিকেট

ফাইনালে যেতে দক্ষিণ আফ্রিকার দরকার ২৯৪ রান

ক্রাইস্টচার্চ, ৩১ মার্চ – নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে চলছে নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল। মুখোমুখি হয়েছে দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সকালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক।

ব্যাট করতে নেমে ওপেনার টামি বেমন্ট চতুর্থ ওভারে ৭ (১৪) রানে সাজঘরে ফেরার পর অধিনায়ক হিথার নাইটও ফেরেন ১ রান করে। দলের বিপাকে হাল ধরতে পারেননি নাত স্কিবার (১৫), অ্যামি জোনসরা (২৮)।

একপ্রান্ত আগলে রেখে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ওপেনার ডানি ওয়েট। সোফিয়া ডাঙ্কলেকে নিয়ে জুটি বাঁধেন ১১৬ রানের। ডানি ১২৫ বলে ১২ চারে ১২৯ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে।

এরপর আবারও ভাঙন শুরু হয় ব্যাটারদের। ক্যাথরিন ব্রান্ট ৯, ক্যাট ক্রস ০ রানে বিদায় নিলেও সোফিয়া খেলেন ৭২ বলে ৬০ রানের ইনিংস। এরপর সোফি একলেস্টনের ১১ বলে ২৪ রানের নির্দিষ্ট ওভার শেষে ৮ উইকেটে ২৯৩ রান তুলে ইংল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন সাবনিম ইসমাইল। ২টি করে নেন মারিজান কাপ ও মাসাবাতা ক্লাস। ১ উইকেট নিয়েছেন আয়াবোঙ্গা খাকা।

সূত্র : আরটিভি
এম এস, ৩১ মার্চ

Back to top button