ইউক্রেনে ১১৮৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন : মিশেল ব্যাচলেট
কিয়েভ, ৩০ মার্চ – জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট বলেছেন, ইউক্রেনে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
ব্যাচলেট বলেন, ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে এক হাজার ১৮৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে আমার কার্যালয়। এর মধ্যে ৯৮ জন শিশু।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কেননা, যুদ্ধের কারণে মারিওপোলের মতো যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বলেন, বেসামরিক নাগরিকরা অসহনীয় ভোগান্তি সইছে এবং মানবিক সংকট অত্যন্ত গুরুতর।
তিনি আরও বলেন, অবরুদ্ধ শহরগুলোতে বেসামরিক নাগরিক নিহত হওয়ার হার ‘উল্লেখযোগ্যভাবে বাড়ছে’।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর ৩৫ দিনেও হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সূত্র: সমকাল
এম ইউ/৩০ মার্চ ২০২২