ইউক্রেন ছেড়ে বেলারুশে পালাচ্ছে রুশ সেনারা
লন্ডন, ৩০ মার্চ – ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কিছু রুশ ইউনিট ইউক্রেন ছেড়ে পালাচ্ছে। তারা নিজ দেশ এবং প্রতিবেশী বেলারুশে ফিরে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী বিভিন্ন পথে রুশ এই আগ্রাসন থমকে দিয়েছে, যদিও দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ শহরগুলোতে বেসামরিক লোকজন আটকা পড়ে আছে।
কয়েকজন বিশ্লেষক বলছেন, বেশির ভাগ সেসব এলাকায় অভিযান কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া, যেখানে তারা লড়াইয়ে সুবিধা করতে পারছে না।
পরিস্থিতি পর্যালোচনায় বুধবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কিছু সেনা প্রত্যাহারের বিষয়টি রাশিয়ার অভিযানকে প্রভাবিত করছিল। এ ধরনের কর্মকাণ্ড রাশিয়ার ইতিমধ্যে ধুঁকতে থাকা সামরিক সরঞ্জামের ওপর আরও চাপ বাড়াবে।
সূত্র : ইত্তেফাক
এম এস, ৩০ মার্চ