ক্রিকেট

দ. আফ্রিকার বিপক্ষে অভিজ্ঞতায় সুবিধা পেতে পারি: মুমিনুল

ডারবান, ৩০ মার্চ – ওয়ানডে সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে প্রতিপক্ষ দলে নেই বেশ কিছু নিয়মিত টেস্ট ক্রিকেটার। তাতে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক অভিজ্ঞতার দিক থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা জানালেন।

ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে বুধবার (৩০ মার্চ) এই কথা বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘অভিজ্ঞতার দিক থেকে হয়তো একটু সুবিধা পেতে পারি। কিন্তু ঘরের মাঠের সুবিধাটা ওরাও পাবে। সুবিধা হয়তো ওরাও পাবে, আমরাও পাব। তো দুই দলেরই কিছু কিছু সুবিধা থাকবে।’

‘কিন্তু বড় ব্যাপার হলো ৫ দিনে ১৫টি সেশনে যারা ভালো ক্রিকেট খেলবে, যারা চাপটা ধরে রাখতে পারবে, ভালো জায়গায় বোলিং করতে পারবে, ব্যাটিংটা ভালো করতে পারবে, তারাই ম্যাচটা জিততে পারবে।’- আরো যোগ করেন মুমিনুল।

ডারবানের কিংসমিডে বৃহস্পতিবার (৩১ মার্চ) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে লাল সবুজের দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলাটি শুরু হবে। ডিন এলগারের নেতৃত্বে এই দলে আছেন বেশ কয়েকজন নতুন মুখ। লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, মার্কো জানসেনের মতো ক্রিকেটাররা নেই দলে। তাদের না থাকা বাংলাদেশের জন্য হতে পারে বড় সুযোগ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২টি ম্যাচ খেলে বাংলাদেশের জয়ের কোনো রেকর্ড নেই। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে। তার প্রত্যেকটিতেই হেরেছে বড় ব্যবধানে। ৫টি ছিল ইনিংস ব্যবধানে হার। আর একটি ৩৩৩ রানের বিশাল ব্যবধানে।

এ ছাড়া দেশের মাটিতে ৬ টেস্ট খেলে সাফল্য বলতে দুটি ম্যাচে ড্র। অর্থাৎ এই সংস্করণে কোনো জয় নেই প্রোটিয়াদের বিপক্ষে। মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ডকে টেস্টে হারিয়ে ইতিহাস সৃষ্টি করা মুমিনুল বলছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য নামবেন, ‘আমি তো সবসময় বলি, যখন খেলি হারার জন্য খেলি না, অবশ্যই জেতার জন্যই খেলি। এই সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। তার আগে কিছু কাজ থাকে, সেগুলো করাটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্রক্রিয়াগুলো ঠিক রাখা। আমাদের উদ্দেশ্য ম্যাচ জেতা, ভালো ক্রিকেট খেলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া ঠিকঠাক প্রয়োগ করা, ৫ দিন যদি আমরা কর্তৃত্ব দেখাতি পারি ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় আত্মবিশ্বাস কাজ করছে বলেন মুমিনুল, ‘আত্মবিশ্বাস অবশ্যই আছে। আপনি যখন একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন, এরমধ্যে যখন ওয়ানডে সিরিজ জিতে যাবেন তখন অবশ্যই আত্মবিশ্বাস সবার তুঙ্গে থাকে।’

তবে বাংলাদেশ অধিনায়কের পা মাটিতেই আছে। জানিয়েছেন শুরু করতে হবে নতুনভাবে, ‘যদিও লাল বল ও সাদা বলের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হবে, আমরা কীভাবে খেলি আমাদের প্রতিক্রিয়াটা কেমন, তার ওপর নির্ভর করবে।’

‘আমরা নিউজিল্যান্ডে কীভাবে খেলেছিলাম, ওই সময় যে প্রক্রিয়াগুলো ছিল, সেগুলো আবার চালিয়ে যেতে হবে। নিউ জিল্যান্ডের কন্ডিশনে যে সব জায়গায় পিছিয়ে ছিলাম, সেগুলো উন্নতি করতে হবে। সবমিলিয়ে আত্মবিশ্বাস তো অবশ্যই আছে।’- আরো যোগ করেন মুমিনুল।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ৩০ মার্চ

Back to top button