ঢাকা

দন্তচিকিৎসক বুলবুল হত্যা মামলার আলামতসহ ৪ আসামি গ্রেপ্তার

ঢাকা, ৩০ মার্চ – রাজধানীর শেওড়াপাড়ায় দন্তচিকিৎসক আহমেদ মাহি বুলবুলকে (৩৪) ছুরিকাঘাতে হত্যা মামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার আলামতও উদ্ধার করা হয়েছে। এর আগে নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মিরপুর থানায় মামলা করেন।

বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) হাফিজ আল আসাদ।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দন্ত চিকিৎসক আহমেদ মাহি বুলবুল নিহত হন।

তিনি বলেন, ছুরিকাঘাতে নিহত হলেও দুর্বৃত্তরা চিকিৎসকের কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন নেয়নি। এ ঘটনায় নিহত চিকিৎসকের স্ত্রী শাম্মী আক্তার শান্তি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় আসামি গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়েছে।

বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা ও মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে বলেও জানান ডিসি আ স ম মাহাতাব উদ্দিন।

এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টার ব্রিফিং করে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ৩০ মার্চ

Back to top button