খুলনা

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

খুলনা, ৩০ মার্চ – শ্রমিক নেতা আল আমিনের ওপর হামলাকারীদের আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তারে জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসে খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকালে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তার সঙ্গে শ্রমিক নেতাদের একঘণ্টা ত্রিপক্ষীয় বৈঠক শেষে ট্যাংকলরি শ্রমিকরা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, মঙ্গলাবার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক, পুলিশ ও ট্যাংকলরি নেতাদের বৈঠকে শ্রমিকনেতা আল আমিনের ওপর হামলাকরীদের বৃহস্পতিবারের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে দিলে কর্মবিরতি স্থগিত করা হয়। তবে আমরা আগামী শনিবার পর্যন্ত গ্রেপ্তারের সময় দিয়েছি। অন্যথায় আগামী রোববার থেকে আবারও কর্মসূচি পালন করা হবে।

এ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশের এডিসি শাহাবুদ্দীন আহম্মেদ, জ্বালানি তেল মালিক সমিতির নেতা আলহাজ হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী, সাধারণ সম্পাদক আলী আজিমসহ ইউনিয়নের নেতৃবৃন্দ। এ ছাড়া বুধবার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে পুনরায় খুলনাসহ ১৫ জেলায় ট্যাংকলরির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

সূত্র : আরটিভি
এম এস, ৩০ মার্চ

Back to top button