ক্রিকেট

শেষ ওয়ানডে সিরিজ খেলতে নেমেছেন রস টেইলর

ওয়েলিংটন, ২৯ মার্চ – নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে শেষ বার ওয়ানডে সিরিজ খেলতে নেমেছেন রস টেইলর। ৩৮ বছর বয়সী টেইলর গত বছর ডিসেম্বরে ঘোষণা করেছিলেন, তিনি নিউজিল্যান্ডের হয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে অবসরে যাবেন।

মাউন্ট মাউঙ্গানুইতে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হওয়া ওয়ানডে সিরিজটা তাই জীবনের শেষ সিরিজ হয়ে থাকবে টেইলরের জন্য। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে শেষবার টেস্ট ম্যাচ খেলেছেন।

অবসর নিয়ে রস টেইলর বলেছেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি খুশি। আমি জানি কোথায় থামতে হবে। অবসরের সময়টা উপভোগ করার চেষ্টা করব।’

বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাক তুলে রাখার দিন বেশ আবেগপ্রবণ হয়ে গেলেও এবার রঙিন জার্সি তুলে রাখার সময়ে ততোটা আবেগপ্রবণ নয় বলে জানিয়েছেন টেইলর।

‘আমি অবসর নিয়ে বেশ আবেগপ্রবণ তবে গতবারের (টেস্ট) চেয়ে একটু কম আবেগপ্রবণ। আমি মনে করি অবসরের সিদ্ধান্ত নেয়ার পর বেশ কয়েকমাস সময় পেয়েছি। এই সময়টায় নিজেকে মানিয়ে নিয়েছি।’

রস খেলার তিন ফরম্যাটেই ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম খেলোয়াড়। ৪৪.৬৬ গড়ে ১১২টি টেস্টে ৭ হাজার ৬৮৩ রান করেছেন। এখন পর্যন্ত ২৩৩টি ওয়ানডেতে ৪৮.২০ গড়ে করেছেন ৮ হাজার ৫৮১ রান। টি-টোয়েন্টিতে ১০২ ম্যাচে ২৬.১৫ গড়ে করেছেন ১ হাজার ৯০৯ রান।

সূত্র : আরটিভি
এম এস, ২৯ মার্চ

Back to top button