সংগীত

নতুন গান নিয়ে হাজির অবন্তী সিঁথি

ঢাকা, ২৯ মার্চ – বৈশাখী টিভির হেড অব প্রোগ্রাম, লেখক ও অভিনেতা আহসান কবিরের কথায় ‘সুর সাগরের তীরে’ শিরোনামের একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী অবন্তী সিঁথি। উর্বশী গানের সিঁড়ি থেকে গানটি প্রকাশ হবে ২৯ মার্চ বিকাল ৪টায়। গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জিয়াউল হাসান পিয়াল।

এ প্রসঙ্গে আহসান কবির বলেন, গানটি প্রথম কবিতা আকারে লেখা হয়েছিল ২০১৭ সালে; যা পূর্ণতা পায় পরের বছর। এটা আসলে কবি হেলাল হাফিজ প্রভাবিত একটা গান।

সঙ্গীত পরিচালক জিয়াউল হাসান পিয়াল বলেন, তার সঙ্গীত পরিচালনায় আহসান কবিরের লেখা ও অবন্তী সিঁথির গাওয়া এটি দ্বিতীয় গান। প্রায় এক দশক আগে ‘নোনাজল’ শিরোনামে আরেকটা মৌলিক গান করেছিলাম; যা ব্যবহৃত হয়েছিল একটা নাটকের সূচনা সঙ্গীত হিসেবে। এ গানটি বিষন্ন এক সুরেলা গান, যা মানুষের হৃদয়কে দোলা দেবে বলে আমি মনে করি।

উর্বশীতে এবারই প্রথম আহসান কবির, জিয়াউল হাসান পিয়াল ও অবন্তী সিঁথি এই তিনজন যুক্ত হলেন। এ গান প্রসঙ্গে সিঁথি বলেন, বেশ প্রাণবন্ত কথার এ গানটিতে কণ্ঠ দিয়ে ভালো লাগছে। আশা করছি শ্রোতারাও গানটি পছন্দ করবেন।

এন এইচ, ২৯ মার্চ

Back to top button