ক্রিকেট

আমার ভাই ধোনিকে অনুকরণ করতে চাই: হার্দিক পান্ডিয়া

মুম্বাই, ২৮ মার্চ – প্রথমবার আইপিএলে কোনো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। নতুন দল গুজরাট লায়ন্সের অধিনায়ক তিনি। এই নতুন চ্যালেঞ্জকে কীভাবে নিচ্ছেন ভারতীয় অলরাউন্ডার? সোমবার আরেক নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগে এই প্রশ্নের উত্তর দিলেন তিনি। জানালেন দলকে নিয়ে আশা আকাঙ্ক্ষা আর প্রত্যাশার কথা।

২০১৫ সালে আইপিএল অভিষেকের পর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন হার্দিক। দলটির সঙ্গে সাত মৌসুম কাটানোর পর লিগ ইতিহাসে প্রথমবার নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি নতুন দলকে। টি-টোয়েন্টি লিগে সাফল্য অর্জনে আশাবাদী এই তারকা ক্রিকেটার।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি হার্দিক। পিঠের চোট কাটাতে পুনর্বাসনে ছিলেন। সম্প্রতি বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে আহমেদাবাদে অবস্থিত গুজরাট ক্যাম্পে যোগ দেন।

ম্যাচ শুরুর দিন দলকে উজ্জীবিত করতে প্রায় তিন মিনিটের একটি ভিডিও বার্তা দিয়েছেন হার্দিক, যা শেয়ার করেছে গুজরাট। ভারতীয় অলরাউন্ডার বলেছেন, মহেন্দ্র সিং ধোনিকে অনুকরণ করতে চান তিনি এবং মুম্বাইয়ে শচীন টেন্ডুলকার অধিনায়ক থাকাকালে তার সংস্পর্শে থেকে যা শিখেছেন তা প্রয়োগ করতে চান।

হার্দিক বলেছেন, ‘আমি কোথায় থেকে এসেছি, সেটা আপনাদের বলতে যাচ্ছি না। সম্ভবত আপনারা সেটা জানেন। আমি আপনাদের বলব, কোথায় আপনাদের নিয়ে যেতে চাই। সেই চূড়ার দিকে, যেটাকে বলে খেলাধুলার সাফল্য।’

তিনি আরো বলেছেন, ‘এই মিষ্টি উঁচু জায়গা, যেখানে মিশে আছে কঙ্কর, শ্রম নিয়ে যায় ভাগ্যের দিকে। এটা সেই পরিসর, যেখানে আমার ভাই (মহেন্দ্র সিং ধোনি) ধাপ ফেলেছেন এবং আমি এটা লুকাতে চেষ্টা করব না যে আমি তাকে অনুকরণ করতে চাই। এটা সেই জায়গা, যেখানে আমার নায়ক (শচীন টেন্ডুলকার) ছিলেন এবং কীভাবে সেখানে পৌঁছান, সেই গল্প বলেছিলেন।’

উত্থানপতন আসলেও লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা হার্দিকের, ‘প্রতিটি ফ্লাইটের মতো এই সফরেও থাকতে পারে নানা কঠিন সময়।’ ‘কফি উইথ করণ’-এ বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেছেন, ‘যদি আমি জাতীয় ঝড়, নিষেধাজ্ঞা ও মারাত্মক পিঠের চোট ও আরো অনেক বিপদেও বেঁচে যেতে পারি, আমি জানি এর যন্ত্রণা। আত্মবিশ্বাস, চঞ্চলতা, আপনি এটাকে যাই বলুন, আমি কেবল জানি যখন হাতে ব্যাট নিয়ে হাঁটি, আমার প্রতিপক্ষের শিরদাঁড়ায় শীতলতা বয়ে যায়। তারা জানে যে আমি যে কোনো জায়গা থেকে পরিস্থিতি বদলে দিতে পারি।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৮ মার্চ

Back to top button