পশ্চিমবঙ্গ

মমতার সঙ্গে বৈঠকের পর পৃথক রাজ্যের দাবি থেকে সরে এলো গোর্খা

কলকাতা, ২৮ মার্চ – পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে স্থানীয় চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর দার্জিলিংয়ের প্রভাবশালী সংগঠন গোর্খা গণমুক্তি মোর্চা জানিয়েছে, তারা পৃথক রাজ্যের দাবি থেকে সরে এসেছেন।

এ সংগঠনটি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ থেকে বের হয়ে পৃথক একটি রাজ্য গঠনের দাবি জানিয়ে আসছে।

সোমবার কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার অনলাইন এসব তথ্য জানিয়েছে।

বৈঠকের পর মমতা বলেন, ‘সকলেই চাইছেন জিটিএ নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক। জিটিএ নির্বাচন যাতে দু-তিন মাসের মধ্যে করা যায় তার চেষ্টা করছি।’

রোববার দুইদিনের সফরে দার্জিলিংয়ে পৌঁছান মমতা। বৈঠক শেষে হাঁটতে হাঁটতে ফেরার সময় দার্জিলিং চিড়িয়াখানারা কাছে একটি শিশুকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। তাকে আদর করে আবার মায়ের কাছে ফিরিয়ে দেন। সেখান থেকে চৌরাস্তা হয়ে দার্জিলিং এসপি আবাস হয়ে চৌরাস্তা ধরে পৌঁছে যান রিচমন্ড হিলে।

সোমবার পশ্চিমবঙ্গের দার্জিলিং সফরের দ্বিতীয় দিনে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সকালে তিনি জনসংযোগ করেন, কথা বলেন ম্যালের ব্যবসায়ীদের সঙ্গে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৮ মার্চ

Back to top button