ইউরোপ
রাশিয়া আগ্রাসনের মধ্যেও অনলাইনে স্কুল খুলছে কিয়েভ
কিয়েভ, ২৮ মার্চ – ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যেই রাজধানী কিয়েভে সোমবার থেকে অনলাইন মাধ্যমে স্কুল খোলার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার এক টেলিগ্রাম পোস্টে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো স্কুল পুনরায় খোলার ঘোষণা দেন। খবর বিবিসির।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফরম ব্যবহার করে কোর্সগুলো বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হবে।
তিনি বলেন, সামরিক আইনের মতো কঠিন পরিস্থিতিতেও শহরের বসবাস এবং কাজ করা আজ একটি গুরুত্বপূর্ণ কাজ।
মেয়র বলেন, তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু সেই ভয়ে আমরা ভীত হব না। তাদের দেখানো ভয় আর কাজ করবে না।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি শিশু যুদ্ধের সময় দেশ ছেড়ে পালিয়েছে।
সূত্র: যুগান্তর
এম ইউ/২৮ মার্চ ২০২২