খুলনা

হরতালে খুলনায় পুলিশের হাতে আটক ৬

খুলনা, ২৮ মার্চ – খুলনায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলাকালে ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টায় মিছিলের প্রস্তুতি নিলে পিকচার প্যালেস মোড় ও ডায়াবেটিস অফিসের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোধ রায়, কিংশুক রায় ও রাসেল।

নগর সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, আজ রোববার সকাল থেকে বামজোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করে। পুলিশি বাধার কারণে পিকেটিং করতে পারেনি। পরে সকাল ৮টার দিকে ৬ জনকে আটক করে পুলিশ। পরে নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল নামুন বলেন, আজ রোববার সকালে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়েছে।

সূত্র : আরটিভি
এম এস, ২৮ মার্চ

Back to top button