ইউরোপ

রাশিয়ার সঙ্গে থাকতে লুহানস্কে হতে যাচ্ছে গণভোট!

মস্কো, ২৭ মার্চ – ইউক্রেনে আক্রমণ শুরু করার আগে আগে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা দেশটির দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করে রাশিয়া। এবার সেই লুহানস্ক প্রজাতন্ত্রের (স্বঘোষিত) প্রধান নেতা লিওনিদ পাসেচনিক লুহানস্ককে রাশিয়াভুক্ত করতে গণভোট আয়োজনের কথা বললেন।

রাশিয়ান সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, লিওনিদ পাসেচনিক বলেছেন, আমি মনে করি, অদূর ভবিষ্যতে এই প্রজাতন্ত্রের ভূখণ্ডে একটি গণভোট হবে। যেখানে এখানকার নাগরিকরা রাশিয়ান ফেডারেশনে যোগ দেওয়ার ব্যাপারে তাদের মতামত দেবেন।

এ দিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো গণভোটের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেছেন, এটি ‘ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা ক্ষতি’ করার রাশিয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযান শুরুর আগে মস্কোপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া।

সূত্র: সমকাল
এম ইউ/২৭ মার্চ ২০২২

Back to top button