ফুটবল

মঙ্গোলিয়ার বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ

সিলেট, ২৭ মার্চ – মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে আরো একবার সমালোচনা শুনতে হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া দলের পরবর্তী ম্যাচ মঙ্গোলিয়ার বিপক্ষে। এই ম্যাচকে সামনে রেখে সিলেটে অনুশীলন ব্যস্ত বাংলাদেশ দল। মঙ্গোলিয়ার বিপক্ষে তিন পয়েন্টের জন্যই খেলবেন, জানান ইয়াসিন আরাফাত।

সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে ডিফেন্ডার ইয়াসিন আরাফাত বলেন, ‘আমরা হতাশাজনক রেজাল্ট করেছি। এমনটা আশা করিনি। জিততেই গিয়েছিলাম মালদ্বীপে; কিন্তু জিততে পারিনি। যেভাবে চেয়েছিলাম সেভাবে মাঠে বাস্তবায়ন করতে পারিনি। এখন ঘরের মাঠে খেলা। এখানে তিন পয়েন্ট জন্য খেলব। ‘

মালদ্বীপ ম্যাচে রক্ষণের ভুলেই প্রথম গোল হজম করেছিল কাবরেরার দল। তবে ইয়াসিন আরাফাত মনে করছেন তারা দল হিসেবেই আসলেই খেলতে পারেননি, ‘মালদ্বীপ ম্যাচে আমরা দল হিসেবে খেলতে পারিনি। আমাদের আরো আত্মবিশ্বাস এবং আরো চেষ্টা করতাম তবে ভালো কিছু হতো। এখন মঙ্গোলিয়া ম্যাচে আমরা ভালো করতে চাই। ‘

সূত্র : কালের কণ্ঠ
এম এস, ২৭ মার্চ

Back to top button