ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে হবে কঠিন চ্যালেঞ্জ : জাম্পা

ইসলামাবাদ, ২৭ মার্চ – আগামী মঙ্গলবার থেকে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অস্ট্রেলিয়ার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে মনে করছেন সফরকারী দলের স্পিনার এডাম জাম্পা। গত শুক্রবার লাহোরে শেষ হওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ১১৫ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজ তারা ১-০ ব্যবধানে জিতে নেয়।

ওয়ানডে সিরিজের দলের ওপরের সারির একাধিক ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।

বিভিন্ন কারণে দলে নেই ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল। কনুইয়ের পুরনো ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে পড়েন স্মিথ।

তবে জাম্পা মনে করেন, একটি দল তৈরি করার এটি সেরা সুযোগ। তিনি বলেন, ‘এটি একটি কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তবে এখান থেকে আপনি যা পেতে পারেন তা হচ্ছে, এখান থেকে আপনার কিছু প্রাপ্তি যোগ হবে। এমনটা যখন ঘটে তখন আপনার দলে গভীরতা বাড়বে। ‘ নতুন চেহারার দলে রয়েছেন শন অ্যাবট ও বেন ম্যাকডারমট। এই দুজনই দুটি করে ওয়ানডে খেলেছেন।

দলে একটি ম্যাচ খেলা ক্যামেরন গ্রিনও আছেন। অভিষেকের অপেক্ষায় আছেন বেন দারউইশ, নাথান এলিস, জশ ইংলিস এবং মিচেল সুইপসন। জাম্পা মনে করেন, তিন ফরম্যাটের সব ক্রিকেটারেরই বিশ্রাম দরকার। তিনি বলেন, ‘আমরা দেখেছি, বিশেষ করে গত কয়েক বছরে, তিন ফরম্যাটের ক্রিকেটার হওয়াটা অনেক সময় সত্যিই কঠিন হয়ে পড়ে। কামিন্স, ওয়ার্নার ও স্মিথের মতো খেলোয়াড়দের বিরতি দরকার এবং এটি বুঝতে হবে। ‘

তিনি আরো বলেন, ‘একটি দলে অনেক অনভিজ্ঞ খেলোয়াড় থাকলে তখন এটি সত্যিই কঠিন হয়ে যায়। এটি অবশ্যই একটি চ্যালেঞ্জ হবে এবং আশা করি আমরা উতরে যেতে পারব। কারণ এই সিরিজগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনভিজ্ঞ দল নিয়ে সিরিজ জিততে পারলে সেটা সত্যিই আমাদের জন্য চমৎকার কিছু হবে। ‘

অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চের সমর্থন আত্মবিশ্বাসী করে তুলেছে জাম্পাকে, ‘আমি মনে করি, নিজের দায়িত্বের প্রতি আমাকে অনেক বেশি নজর দিতে হবে। কেননা আপনি জুনিয়র খেলোয়াড় হলে স্বাভাবিকভাবেই দায়িত্ব সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। আমার খেলায় আমাকে অনেক বেশি সাহায্য করেছে ফিঞ্চ। যখন আমি দলের বাইরে থাকি তখন আমাকে অনেক সমর্থন করে ফিঞ্চ। ‘

সূত্র : কালের কণ্ঠ
এম এস, ২৭ মার্চ

Back to top button