ক্রিকেট

বিশ্বকাপ জিততে হলে ভাগ্যও লাগবে : মাশরাফী

ঢাকা, ২৭ মার্চ – লম্বা সময় ধরে ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভালো খেলে আসছিল বাংলাদেশ। দেশের মাটিতে নিজেদের প্রমাণ করতে পারলেও অ্যাওয়ে সিরিজে খুব ভালো কোনো ফলাফল আসছিল না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নতুন করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশ। দলের এই নতুন শুরু ধরে রাখতে পারলে দেশের বাইরে এখন থেকে দ্বিপাক্ষিক সিরিজ জেতার ক্ষেত্রে ফেভারিট থাকবে বাংলাদেশ। এমনকি বিশ্বকাপের মঞ্চেও ভালো করতে পারবে টাইগাররা, এমন বিশ্বাস বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার।

বাংলাদেশের সফল এই ওয়ানডে অধিনায়ক মনে করেন, সামনের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারবে। তবে বিশ্বকাপ জিততে হলে, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে ভাগ্যের প্রয়োজন পড়বে বলে জানিয়েছেন মাশরাফী।

ভারতের মাটিতে অনুষ্ঠেয় সামনের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যত সম্পর্কে বলতে দিয়ে গণমাধ্যমের সামনে মাশরাফী বলেন, ‘যেহেতু ভারতে খেলা, আমার বিশ্বাস এই দল সেমিফাইনাল পর্যন্ত উঠবে। এরপর ভালো খেলার পাশাপাশি ভাগ্যেরও প্রয়োজন আছে। বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে।’

মাশরাফী আরও যোগ করেন, ‘শুধু ভালো খেললেই বিশ্বকাপ জয় সম্ভব নয়, এটার জন্য ভাগ্যও প্রয়োজন।’ ১৯ বিশ্বকাপের পর আমি বলেছি, এই দলের সম্ভাব্য সবকিছু আছে বিশ্বকাপ জেতার মতো, শুধু সে সময় পর্যন্ত ফিট থাকতে হবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের টুর্নামেন্টের আগে ফর্মে থাকা ও সুস্থ থাকাও দরকার।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয় নিয়ে মাশরাফী আরও বলেন, ‘অসাধারণ লেগেছে। এটা আমাদের জন্য অবিস্মরণীয় এক জয়। দেশের বাইরে সাউথ আফ্রিকার মাঠে প্রথম সিরিজ জয়, এটা দারুণ ভালো লাগার। আশা করছি এটা নতুন শুরু।’

মাশরাফী বাংলাদেশের ওয়ানডে দল নিয়ে আরও যোগ করেন, ‘উন্নতির তো কোনো শেষ নেই। একটা দল ভালো করতে শুরু করলে তার দুর্বলতাও থাকে। বড় বড় টুর্নামেন্টে সেটা যত কম করা যায়, তত ভালো। এই ফরম্যাটে আমরা অনেকদিন ধরে ভালো খেলছি। দলে চারজন অভিজ্ঞ ক্রিকেটারসহ বাকিরাও আছে। ফলে এই ফরম্যাটে আমরা দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে বিশ্বকাপেও ভালো করার সম্ভাবনা রয়েছে।’

সূত্র : আরটিভি
এম এস, ২৭ মার্চ

Back to top button