ক্রিকেট

বিজয়-নাসিরদের ঝড়ে শীর্ষে প্রাইম ব্যাংক

ঢাকা, ২৭ মার্চ – অল্পের জন্য জোড়া রেকর্ড হয়নি, তবে রেকর্ডের পাতায় ঠিকই নাম তুলেছে এনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ১১১ রানের বিশাল ব্যবধানে জিতেছে তারা। একইসঙ্গে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

রোববার সাভারের বিকেএসপিতে চার নম্বর মাঠে পঞ্চম রাউন্ডের ম্যাচে শাইনপকুরের বিপক্ষে রেকর্ড গড়ে ৩৮৮ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাবে ৮ উইকেট হারিয়ে ২৭৭ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। পাঁচ ম্যাচে তাদের এটি তৃতীয় পরাজয়।

৩৮৯ রানের পাহাড় টপকানোর মিশনে নেমে শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ ৯৮ রান করেছেন জিম্বাবুইয়ান রিক্রুট সিকান্দার রাজা। এছাড়া সাজ্জাদুল হক রিপনের ব্যাট থেকে আসে ৫৬ রান। শেষ দিকে রাহাতুল ফেরদৌস ১৬ বলে ২৮ রান করে পরাজয়ের ব্যবধান কমান।

এর আগে ম্যাচের প্রথম ইনিংসে শাইনপুকুরের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেন এনামুল হক বিজয়। লিস্ট এ ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসে ১৪২ বলে ১৮ চার ও ৮ ছয়ের মারে ১৮৪ রান করেন। যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

তার চেয়ে বেশি রানের ইনিংস রয়েছে কেবল রকিবুল ইসলাম ও সৌম্য সরকারের। প্রাইম ব্যাংক ইনিংসের শেষ দিকে ৩ চার ও ৫ ছয়ের মারে ৩২ বলে ৬১ রান করেন নাসির। যার সুবাদে প্রাইম ব্যাংক পায় ৩৮৮ রানের সংগ্রহ। প্রিমিয়ার লিগে এর চেয়ে বেশি দলীয় সংগ্রহ আছে কেবল আবাহনীর, ৩৯৩ রান।

রেকর্ডের পাতা ওলটপালট করার ম্যাচে ১১১ রানে জিতে নেট রানরেটের ভিত্তিতে টেবিলের এক নম্বরে উঠে গেছে প্রাইম ব্যাংক। পাঁচ ম্যাচে চার জয়ে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। শেখ জামাল ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২৭ মার্চ

Back to top button