ইউরোপ

লাভিভে রাশিয়ার রকেট হামলায় ৫ জন নিহত

কিয়েভ, ২৭ মার্চ – ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নগরীর বেশ কিছু অবকাঠামো গুঁড়িযে গেছে এতে। স্থানীয় সময় শনিবার এ হামলা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন পোল্যান্ড সফর করছিলেন তখন এ হামলা হলো। পোল্যান্ডের রাজধানী থেকে লাভিভের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার।

রকেট হামলায় বিধ্বস্ত ভবন থেকে কালো ধুয়া বের হচ্ছে— এমন ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

লাভিভের আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম কোজিস্কি হামলার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম রকেট হামলায় তাৎক্ষণিকভাবে ৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। ঘণ্টাখানেক পর আরও তিনটি রকেট হামলা হয়।

লাভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভি বলেন, এটি দ্বিতীয় দফা রকেট হামলা। এই হামলায় অবকাঠামোর অনেক ক্ষতি হয়েছে।

মেয়র ৫ জন নিহত হওয়ার কথা স্বীকার করেন। তারা বেসামরিক কিনা সেটি নিশ্চিত করতে পারেননি মেয়র।

সূত্র : যুগান্তর
এম এস, ২৭ মার্চ

Back to top button