মৌলভীবাজার

পাখির বাসা দেখতে গিয়ে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

মৌলভীবাজার, ২৬ মার্চ – মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাখি ধরতে গিয়ে মাটি চাপা পড়ে তিন শিশু নিহত হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নে টিলার গর্তে ঢুকে মাটি চাপা পড়ে তারা।

স্থানীয় ইউপি সদস্য শেখ বদরুল ইসলাম ছিদ্দিকী জানান, ভাটেরা ইউনিয়নে পশ্চিম ইসলামনগর গ্রামের তসিবুরের ছেলে সুমন আহমদ (১৩), আব্দুল করিমের ছেলে কবির আহমদ (১১) ও আব্দুস সালামের ছেলে নাহিদ আহমেদ (৯) পাশের রাবার বাগানে মাছরাঙ্গা পাখি ধরতে যায়। পাখি ধরার জন্য এক পর্যায়ে টিলার গুহার মতো গর্তের মধ্যে ঢোকে। এতে টিলা ধসে মাটি চাপা পড়ে তারা। পরে অন্য ছেলেরা চিৎকার দিলে লোকজন এসে তাদের উদ্ধার করে সিলেটের ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৬ মার্চ

Back to top button