শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা, ২৬ মার্চ – আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
শনিবার সকাল আটটায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানান তারা।
এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতৃবৃন্দ শহীদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব আনার প্রদান করেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৬ মার্চ