উত্তর আমেরিকা

ইরানের অর্থনৈতিক ব্যবস্থা অবরুদ্ধ করতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ০৯ অক্টোবর- করোনাভাইরাস মহামারিতে বাকি বিশ্বের মতো সংকটে রয়েছে ইরানের অর্থনীতিও। এর মধ্যেই দেশটির গোটা অর্থনৈতিক ব্যবস্থা অবরুদ্ধ করতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ইরানের প্রধান ১৮টি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন রাজস্ব বিভাগ। এর মধ্যে একটি ব্যাংক ইরানি সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি যুক্তরাষ্ট্রের।

এক বিবৃতিতে মার্কিন রাজস্ব বিভাগ বলেছে, তারা ইরানের আর্থিক খাতকে একটি বাড়তি পথ হিসেবে চিহ্নিত করেছে, যা দেশটির সরকারের মারাত্মক কর্মকাণ্ডগুলোতে অর্থায়ন করে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিষয়ক মন্ত্রী স্টিভেন মানচিন বলেন, আজকের এ পদক্ষেপে ইরানি জনগণের সহায়তায় মানবিক লেনদেনের অনুমতি অব্যাহত থাকবে।

তবে সমালোচকরা আগে থেকেই বলছেন, যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিলে সেটি ইরানি জনগণের জন্য খাদ্য-ওষুধসহ অন্যান্য মানবিক সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করবে। এরপরও, আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার ইস্যু বানাতে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে দাবি বিশ্লেষকদের।

আরও পড়ুন: সুর পাল্টে ট্রাম্প বললেন করোনা রিলিফ বিলে স্বাক্ষরে প্রস্তুত আছি

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ মার্কিন মন্ত্রীর মানবিক সহায়তা অব্যাহত থাকার দাবি উড়িয়ে দিয়েছেন।

এক টুইটে তিনি বলেছেন, কোভিড-১৯ মহামারির মধ্যে খাদ্য ও ওষুধের অর্থ প্রদানে আমাদের অবশিষ্ট মাধ্যমগুলো উড়িয়ে দিতে চায় মার্কিন সরকার। ইরানিরা সবশেষ এই নিষ্ঠুরতার মধ্যেও বেঁচে থাকবে। তবে একটি জনগোষ্ঠীকে অনাহারে রাখার ষড়যন্ত্র করা মানবতাবিরোধী অপরাধ। আমাদের অর্থ আটকে দেয়া দোষীরা অবশ্যই ন্যায়বিচারের মুখোমুখি হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী ইরান। দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ২৮ হাজার।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৯ অক্টোবর

Back to top button