অস্ট্রেলিয়া

ইউক্রেনে আরও সহায়তা দিচ্ছে নিউজিল্যান্ড

ওয়েলিংটন, ২১ মার্চ – ইউক্রেনকে আরও প্রায় ৩৫ লাখ মার্কিন ডলার (৫০ লাখ নিউজিল্যান্ড ডলার) সহায়তা দিচ্ছে নিউজিল্যান্ড সরকার। পাশাপাশি প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম পাঠানোরও ঘোষণা দিয়েছে দেশটি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের সহায়তার অর্থ প্রাথমিকভাবে ন্যাটোর একটি ট্রাস্ট ফান্ডে যাবে। সেখান থেকে ইউক্রেনীয়দের সহায়তার জন্য জ্বালানি, রেশন, যোগাযোগের যন্ত্রপাতি এবং ফার্স্ট এইড কিটস সরবরাহ করা হবে। খবর রয়টার্সের

তিনি আরও বলেন, ইউক্রেনে বর্তমানে যা ঘটছে, সেটিকে আমরা আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন বলে বিবেচনা করছি। এর প্রভাব আমাদের সবার ওপর পড়ছে এবং এই কারণে আমরা এই বিশেষ ব্যবস্থা নিয়েছি।

নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনে শরীর বর্ম, হেলমেট এবং ভেস্ট-এর মত অপ্রাণঘাতী সামরিক সরঞ্জাম পাঠাবে বলেও জানান আরডার্ন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, এ নিয়ে ইউক্রেনে নিউজিল্যান্ডের মোট সহায়তার পরিমাণ দাঁড়াচ্ছে এক কোটি ১০ লাখ নিউজিল্যান্ড ডলারে।

এছাড়া ইউক্রেনে আগ্রাসনের জেরে পশ্চিমাদের মতো নিউজিল্যান্ডও রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র : সমকাল
এম এস, ২১ মার্চ

Back to top button