চট্টগ্রাম

১১ বছর পর ধরা পড়ল হত্যা মামলার আসামি

চট্টগ্রাম, ২১ মার্চ – ২০১১ সালের ২৬ ডিসেম্বরের ঘটনা। সেদিন রাতে চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসারকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

ঘটনার পর থেকে পলাতক ছিলেন এ হত্যা মামলার আসামি মো. সরোয়ার সালাম (৩৬)। দীর্ঘ ১১ বছর গাঢাকা দিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা আর হয়নি। ধরা পড়লেন র‌্যাবের হাতে।

রোববার (২০ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার সরোয়ার সাতকানিয়া থানাধীন পূর্ব নলুয়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে। তিনি হত্যা মামলার তিন নম্বর আসামি।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, চেয়ারম্যান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সরোয়ার সালাম। এই দীর্ঘ ১১ বছর প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন তিনি। সবশেষ ব্যবসার কথা বলে বাকলিয়া এলাকায় বসবাস শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ২১ মার্চ

Back to top button