জাতীয়

কল্যাণপুরে বেলতলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

ঢাকা, ২০ মার্চ – রাজধানীর কল্যাণপুরে ৯নং বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

রোববার রাত ৯টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার সংবাদ আসে রাত ৮টা ৫০ মিনিটে।

মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায় রাত ৯ টায়। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে। বিস্তারিত ঘটনা পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২০ মার্চ ২০২২

Back to top button