চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনাববগঞ্জে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ শুরু

চাঁপাইনবাবগঞ্জ, ২০ মার্চ – পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার সময় শহরের হরিমহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ডে টিসিবির পণ্য বিতরণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।

এসময় জেলা প্রশাসক এএইচএম গালিভ খান জানান, চাঁপাইনবাবগঞ্জের ৪৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় প্রথম ধাপে ১ লাখ ৩০ হাজার ৩২০ জন নিম্ন আয়ের মানুষ ভর্তুকিমূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাবে। ৩১ জন ডিলারের মাধ্যমে ২১০টি স্থানে ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি ক্রয় করা হবে। প্রথম ধাপে টিসিবির পণ্য বিতরণ করা হবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

টিসিবি থেকে এই পণ্য করলে বাজারে এসব পণ্যের দাম কমে আসবে বলে মনে করেন এএইচএম গালিভ।

এসময় আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নজরুল ইসলামসহ অন্যরা।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২০ মার্চ

Back to top button