ইউরোপ

ইউক্রেনে অস্ত্র পাঠাতে পারব না’, যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিল যে ন্যাটো দেশ

সফিয়া, ২০ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দুইদিনের সফরে বুলগেরিয়া গেছেন। দেশটির প্রধানমন্ত্রী কিরিল পেটকোভ ও প্রতিরক্ষামন্ত্রী ড্রাগোমিরি জাকোভের সঙ্গে দেখা করেন তিনি।

বুলগেরিয়া ন্যাটোর সদস্যভুক্ত একটি দেশ।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বুলগেরিয়াতে গেছেন দেশটির সামরিক দিক নিয়ে আলোচনা করতে ও রাশিয়ার ইউক্রেনে হামলা করার বিষয়ে কথা বলতে।

তবে লয়েডের সঙ্গে আলোচনায় বসার আগে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ইউক্রেনে কোনো অস্ত্র পাঠাতে পারবে না বুলগেরিয়া। তাদের জন্য এটি সম্ভব নয়। তবে ইউক্রেনে মানবিক সাহায্য পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে সাংবাদিকদের বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বলেন, এমন কঠিন যুদ্ধে, যেটি রাশিয়া ইউক্রেনের ওপর চাপিয়ে দিয়েছে সেই যুদ্ধে, ইউক্রেনের জন্য যা করার দরকার তার সবই করার চেষ্টা চালিয়ে যাবে বুলগেরিয়া।

তিনি আরও বলেন, কিন্তু যুদ্ধের খুব কাছাকাছি অবস্থান করায় এখন বুলগেরিয়ার পক্ষে ইউক্রেনে কোনো অস্ত্র পাঠানো সম্ভব নয়।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করায় পূর্ব ইউরোপে অবস্থিত দেশগুলোতে সেনার সংখ্যা বাড়াচ্ছে ন্যাটো জোট। এরই অংশ হিসেবে বুলগেরিয়াতেও আরও সেনা মোতায়েন করতে যাচ্ছে ন্যাটো।

সূত্র : নতুন সময়
এন এইচ, ২০ মার্চ

Back to top button