ইউরোপ

পুতিন ‘অন্য যেকোনো সময়ের চেয়ে সুস্থ আছেন’

মস্কো, ২০ মার্চ – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।

এক সাক্ষাৎকারে এ কথা বলেন পুতিন।

এসময় পুতিন স্বাস্থ্যবান এবং সুস্থ আছেন বলেও জানান তিনি।

আগে রেকর্ড করা ওই সাক্ষাৎকারে পুতিনের ঘনিষ্ঠজন বলে পরিচিত লুকাশেঙ্কো বলেন, তিনি (পুতিন) এবং আমি শুধু রাষ্ট্রপ্রধান হিসেবেই সাক্ষাৎ করি না। আমরা পরষ্পরের বন্ধুও বটে। আমি অবশ্যই তার সম্পর্কে বিস্তারিত সব কিছু হোক সেটা রাষ্ট্রীয় বা ব্যক্তিগত যতদূর সম্ভব গোপন রাখি।

তিনি জানান, পুতিন পুরোপুরি সুস্থ আছেন, তিনি অন্য যেকোনো সময়ের চেয়ে স্বাস্থ্যবান আছেন…তিনি একজন অ্যাথলেট। পশ্চিমা বিশ্ব এবং আপনি, আপনাদের এই বোকামি থেকে বেরিয়ে আসা উচিত, এই কল্পকাহিনী আপনাদের মাথা থেকেই বেরিয়েছে।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমগুলোতে পুতিনের শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু নেতিবাচক খবর প্রকাশ পায়। সেখানে পুতিন অসুস্থ, কড়া ডোজের ওষুধ খাচ্ছেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তার শরীর ফুলে গেছে, এমনকি তিনি ক্যান্সারে আক্রান্ত বলেও খবর প্রকাশ পেয়েছে। যদিও ওইসব খবরের সবই ছিল অনুমান নির্ভর।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২০ মার্চ

Back to top button