ফুটবল

চ্যাম্পিয়ন চেলসিকে পেলো রিয়াল, অ্যাটলেটিকোকে-ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি পেয়েছে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদকে। আর ম্যানচেস্টার সিটি পেয়েছে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে।

এদিকে সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ পেয়েছে আরেক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে। আর লিভারপুল পেয়েছে বেনফিকাকে।

শুধু কোয়ার্টার ফাইনাল নয়, এদিন সেমিফাইনালেরও ড্র অনুষ্ঠিত হয়। ম্যানসিটি-অ্যাটলেটিকোর ম্যাচে জয়ী দল চেলসি-রিয়ালের ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। আর লিভারপুল-বেনফিকার ম্যাচের জয়ী দল সেমিফাইনালে লড়বে বায়ার্ন-ভিয়ারিয়ালের ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

অর্থাৎ প্রথম সেমিফাইনাল অল স্প্যানিশ কিংবা অল ইংলিশ হতে পারে। চেলসিকে রিয়াল হারালে এবং ম্যানসিটিকে অ্যাটলেটিকো হারালে সেমিফাইনালে দেখা হবে রিয়াল-অ্যাটলেটিকোর। আবার চেলসি জিতলে ও ম্যানসিটি জিতলে তাদেরও দেখা হয়ে যাবে সেমিফাইনালে। কোনো অঘটন না ঘটলে দ্বিতীয় সেমিফাইনাল লিভারপুল ও বায়ার্নের মধ্যে হবে।

এখান থেকে লিভারপুল ও প্রথম সেমিফাইনাল থেকে একটি ইংলিশ ক্লাব আসলে আবারও হয়ে যেতে পারে অল ইংলিশ ফাইনাল।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৫/৬ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১২/১৩ এপ্রিল।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ মার্চ

Back to top button