বাসে যৌন হয়রানির শিকার কলেজছাত্রী, মুখ খুললেন পরীমনি
ঢাকা, ১৮ মার্চ – বাস ভর্তি মানুষ। তার মধ্যে দুই নারী এক যুবকের কলার ধরে আছেন। ওই যুবকের সঙ্গে চলছে বাকবিতণ্ডা, এক পর্যায়ে ওই যুবকে মারতে থাকেন নারীটি। যদিও এ সময় অন্য যাত্রীদের নীরব থাকতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
সম্প্রতি ঢাকার শনির আখড়া থেকে কল্যাণপুর যাওয়ার সময় বাসে যৌন হয়রানির শিকার হন কাজী জেবুননেসা কামাল নেহা নামে এক কলেজছাত্রী। এ সময় ভুক্তভোগীর সঙ্গে ছিলেন তার মা হালিমা খাতুন। তারা দু’জনেই প্রতিবাদ জানান, অভিযুক্তকে নাস্তানাবুদ করেন। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়।
যৌন হয়রানির বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনিও সোচ্চার হয়েছিলেন। গত বছর রাজধানীর একটি ক্লাবে মধ্যরাতে ধর্ষণ ও হত্যার হুমকিতে পড়েন তিনি। ওই ঘটনার পর সরাসরি সংবাদ সম্মেলন করে বিচারের দাবি করেন পরীমনি। তারই পরিপ্রেক্ষিতে অভিযুক্তরা গ্রেপ্তারও হয়েছিল। কলেজছাত্রী কাজী জেবুননেসা কামাল নেহার ঘটনা নিয়ে মুখ খুললেন পরীমনি।
এ অভিনেত্রী তার ফেসবুকে লিখেন—‘বিশ্বাস করো এই বিচারটা সবসময় নগদে নিজেদেরই করা লাগবে। বাকিরা সব এমন নীরব ভুমিকায়ই থাকে আজীবন। নারীরা শক্ত হও।’
পরীমনি মা হতে যাচ্ছেন, বর্তমানে সন্তান আগমনের অপেক্ষায় দিন কাটছে তার। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুণিন’। গত ১১ মার্চ মুক্তি পায় এটি। এ সিনেমার কাজ করতে গিয়ে স্বামী শরীফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।
এন এইচ, ১৮ মার্চ